শিগগির পুঁজি বাজারে আসছে পিএইচপি পাওয়ার জেনারেশন পল্গান্ট লিমিটেড। এজন্য গতকাল সোমবার পিএইচপি গ্রুপ ও আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। পিএইচপির পক্ষে এ শিল্প গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান ও আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের পক্ষে এর চেয়ারম্যান এম মতিউল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আইআইডিএফসি বুক বিল্ডিংয়ের মাধ্যমে পিএইচপি পাওয়ার জেনারেশন পল্গান্ট লিমিটেডের শেয়ার পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে পিএইচপি গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিইচপি গ্রুপের পরিচালক আলী হোসেন, আকতার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান বলেন, দেশের মানুষকে পিএইচপির সঙ্গে রাখতে বাজারে শেয়ার ছাড়া হচ্ছে। এর মধ্য দিয়ে সবার অন্তরে স্থান করে নেবে পিএইচপি। তিনি বলেন, মানুষের ভালোবাসায় এতদূর আসতে পেরেছে পিএইচপি, এভাবে এগিয়েও যাবে অনেক দূর। আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান এম মতিউল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার কারণে পিএইচপি এ দেশের প্রশংসিত ও শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ। এ শিল্প গ্রুপের শেয়ার পুঁজিবাজারকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে ২০০২ সাল থেকে পিএইচপি পাওয়ার জেনারেশন পল্গান্ট লিমিটেড প্রতিদিন ১৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে আসছে উলেল্গখ করেন এ পল্গান্টের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন।
তথ্যসূত্রঃ সমকাল
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.