Custom Search

Tuesday, April 20, 2010

অ্যালায়েন্স হোল্ডিংস শেয়ার ছাড়বে

অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেড পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এজন্য বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আইপিও ছাড়ার আবেদন করছে। অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশে আজ মঙ্গলবার একটি পথপ্রদর্শনীর আয়োজন করেছে। অ্যালায়েন্স হোল্ডিংসের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা এবং কোম্পানি ১০ টাকা মূল্যের ৩৫ লাখ প্রাথমিক শেয়ার বাজারে ছাড়বে। গত ২০০৯ সালে কোম্পানির নেট মুনাফা ৭৭ কোটি ৪৪ লাখ টাকা। অ্যালায়েন্স হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর মধে রযেছে কনটেইনার টার্মিনাল (অফ-ডক), প্রি-ইঞ্জিনিয়ার্স স্টিল বিল্ডিংস, রিয়েল এস্টেট, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বেভারেজ এবং টেক্সটাইল। ভবিষ্যতে বিদ্যুৎ, টেলিকম ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এ কোম্পানির।


তথ্যসূত্রঃ সমকাল 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Copyright 2009 BANGLADESH SHARE MARKET. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan